• হোম > আন্তর্জাতিক > চীনে ১৩২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

চীনে ১৩২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

  • মঙ্গলবার, ২২ মার্চ ২০২২, ০৯:৪০
  • ৫১৪

 চীনে ১৩২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

চীনে ১৩২ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংশি ঝুয়াং স্বায়ত্বশাসিত অঞ্চলে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ওই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি ছিল বোয়িং ৭৩৭ মডেলের। এটি চীনের কুনমিং চাংশুই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুয়াংঝু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। এ খবর দিয়েছে সিজিটিএন।
খবরে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণে ঘটনাস্থলে আগুন দেখা যায়। তবে কিছুক্ষণের মধ্যে ওই আগুন নিভে যায় বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি। এখন সেখানে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

কী কারণে বিমানটি আছড়ে পড়লো তার কারণ অনুসন্ধান চলছে। এরইমধ্যে প্রায় ৪৫০ দমকলকর্মীকে ঘটনাস্থলে পাঠিয়েছে চীন।
সোমবারের ওই দুর্ঘটনার শিকার বিমানটিতে ১৩২ যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে চীনের বেসামরিক বিমান কর্তৃপক্ষ সিএএসি। সংস্থাটি এরইমধ্যে এমার্জেন্সি মেকানিজম চালু করেছে এবং ঘটনাস্থলে পরিদর্শক দল পাঠিয়েছে। এদিকে ঘটনার পর দুর্ঘটনার শিকার যাত্রীদের প্রতি শোক জানাতে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের অফিসিয়াল ওয়েবসাইটের রঙ সাদা-কালো করে ফেলা হয়েছে।

সূত্র: মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117933 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 06:55:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group