• হোম > খেলা > মেসি-নেইমার গোল পেলেও নায়ক এমবাপে

মেসি-নেইমার গোল পেলেও নায়ক এমবাপে

  • মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২, ০৯:৩০
  • ৪৬৭

 মেসি-নেইমার গোল পেলেও নায়ক এমবাপে

মেসি-নেইমারকে পেছনে ফেলে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জয়ের নায়ক হচ্ছেন কিলিয়ান এমবাপে! রোববার রাতে তেমনটাই দেখা গেল। নিজেদের মাঠে লিগ ওয়ানের ম্যাচে লরিয়েঁকের বিপক্ষে ৫-১ গোলে জিতেছে ফরাসি ক্লাব পিএসজি। ম্যাচে গোল পেয়েছেন দুই তারকা নেইমার ও মেসি। তবে ম্যাচের সেরা এমবাপে।

ছুটির এই রাতটা এমবাপেরই। ম্যাচে নিজে করেছেন দুই গোল। আবার নেইমারও করেন দুটি গোল। আর দুটি গোলের সঙ্গে দুটির উৎস তৈরি করে দেন এমবাপে। এবারের লিগ ওয়ানে ১৬ ম্যাচে নেইমারের গোল সাতটি। আর ৩০ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে পিএসজির অর্জন ৬৮ পয়েন্ট। সমান ম্যাচে ১২ পয়েন্ট কম নিয়ে এরপরই মার্সেই। সহজেই অনুমেয় লিগে দাপট মেসির দলেরই।

নিজেদের মাঠে খেলার ১২তম মিনিটে মেসি-এমবাপে-নেইমার কম্বিনেশনে নিশানা খুঁজে নেয় পিএসজি। তারপর ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বিরতির পর আশরাফ হাকিমির ব্যাক পাস থেকে গোল করেন লরিয়েঁকের মোফি। তবে ৬৭তম মিনিটে এমবাপে ফের গোল বাড়িয়ে নেন। ৭৩তম মিনিটে এমবাপের পাস থেকে বল পেয়ে দলকে আরও এগিয়ে দেন আর্জেন্টাইন প্লেমেকার মেসি।

একেবারে শেষ মিনিটে এসে আবারও গোলের দেখা পান পিএসজি ব্রাজিলিয়ান তারকা নেইমার। অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে জায়ান্টরা।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117949 ,   Print Date & Time: Friday, 9 January 2026, 12:01:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group