• হোম > ক্রিকেট | খেলা > ‘দ্য হান্ড্রেডেও’ দল পেলেন না সাকিব

‘দ্য হান্ড্রেডেও’ দল পেলেন না সাকিব

  • বুধবার, ৬ এপ্রিল ২০২২, ০৯:৪৯
  • ৩৭২

 ‘দ্য হান্ড্রেডেও’ দল পেলেন না সাকিব

আইপিএল নিলামে সাকিব আল হাসান দল না পাওয়ায় আলোচনা কম হয়নি। এবার সময়ের সেরা এই অলরাউন্ডার অবিক্রীত রয়ে গেলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এও।

গত সোমবার এই টুর্নামেন্টের ড্রাফট আয়োজিত হয়। পরদিন মঙ্গলবার প্রকাশিত হয় দল পাওয়া খেলোয়ারদের তালিকা। এই তালিকায় নাম ছিল না সাকিবের।

টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক ১ লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন তিনি। দেশসেরা এই অলরাউন্ডারের এমন নিয়তি অবশ্য নতুন নয়। সাকিব দ্য হান্ড্রেডের এর আগের দুই ড্রাফটেও দল পাননি। করোনাভাইরাসের কারণে অবশ্য প্রথমবার ড্রাফট হওয়ার পরও মাঠে গড়ায়নি এই টুর্নামেন্টটি।
সাকিব অবশ্য একা নন। বাংলাদেশ থেকে আরও আট ক্রিকেটার নাম দিয়েছিলেন দ্য হান্ড্রেডের ড্রাফটে। দল পাননি কেউই। সেই আট ক্রিকেটার হলেন- তামিম ইকবাল, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, আফিফ হোসেন, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

সূত্রঃবি-ডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117962 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 03:40:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group