• হোম > খুলনা | বাংলাদেশ > কোটচাঁদপুরে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ, নিহত ২

কোটচাঁদপুরে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ, নিহত ২

  • বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২, ১৫:৩৫
  • ৬১৫

 কোটচাঁদপুরে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ, নিহত ২

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাসস্ট্যান্ডের বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার আখ সেন্টার পাড়ার ফিরোজ হোসেনের ছেলে জীবন হোসেন (২০) ও একই উপজেলার এলাঙ্গী গ্রামের বাবু তালেপের ছেলে আক্তার হোসেন (১৮)। এছাড়া সাব্বির হোসেন (২০) ও সোহাগ হোসেনের (২০) অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী এবং অপর গ্রুপের নেতৃত্বে দেন কোটচাঁদপুর বিদ্রোহী পৌর মেয়র শহিদুজ্জামান সেলিমের ভাই শাহিন মিয়া। এটা নিজেদের মধ্যে ঘটনা ঘটেছে। তবে দোষী যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117974 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 12:17:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group