• হোম > বাংলাদেশ > নানা আয়োজনে দিনাজপুরে বর্ষবরণ উদযাপন

নানা আয়োজনে দিনাজপুরে বর্ষবরণ উদযাপন

  • বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২, ১৬:০৯
  • ৪৭৩

 নানা আয়োজনে দিনাজপুরে বর্ষবরণ উদযাপন

নানা আয়োজনে দিনাজপুরে বাংলার নতুন বর্ষবরণ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। তিনি বলেন, করোনা মহামারি কাটিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে জনগণ। বাংলা এবং বাঙালির ঐতিহ্যের প্রতীক প্রাণের উৎসব বৈশাখ। বৈশাখকে ঘিরে বাঙালির চেতনাজুড়ে রয়েছে অন্য রকম আবেগ। উৎসাহ ও দেশীয় সংস্কৃতিকে ধারণ করার আবেগ-অনুভূতি এই বৈশাখী আনন্দকে অর্থবহ করেছে। বৈশাখ মানে উত্তাপ আর উৎসবের আমেজ।

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী প্রধান মো. জয়নুল আবেদীন, দিনাজপুর সিভিল সার্জন, ডা. এইচএম বোরহান উল ইসলাম সিদ্দিকী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার অনিন্দিতা রানী ভৌমিক।
এর আগে, হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে নববর্ষ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে দিনাজপুর একাডেমি প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর শিশু একাডেমি গিয়ে শেষ হয়।

একইদিন শিশু একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন দিনাজপুরের আয়োজনে বৈশাখী ও লোকজ মেলার উদ্বোধন করেন ইকবালুর রহিম এমপি।

এছাড়াও পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আসলাম উদ্দীন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবলু, দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিকুল হক ছুটু, ভারপ্রাপ্ত সদস্য সচিব সুলতান কামাল উদ্দীন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক চিত্ত ঘোষ, দিনাজপুর জাসদের সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মুজমদার ডলার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু ও কোতয়ালী ওসি মোজাফফর হোসেন প্রমুখ।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117984 ,   Print Date & Time: Wednesday, 2 July 2025, 07:42:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group