• হোম > আন্তর্জাতিক > ৫০ লাখ ছাড়াল ইউক্রেনের শরণার্থীর সংখ্যা

৫০ লাখ ছাড়াল ইউক্রেনের শরণার্থীর সংখ্যা

  • শনিবার, ১৬ এপ্রিল ২০২২, ১০:৩৯
  • ৫০২

 ৫০ লাখ ছাড়াল ইউক্রেনের শরণার্থীর সংখ্যা

যুদ্ধের কারণে ইউক্রেনের শরণার্থীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। জাতিসংঘের এক রিপোর্টে শুক্রবার এমন দাবি করা হয়েছে। গত ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করে রাশিয়া। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার হিসেবে যুদ্ধের ৫১ দিনে মোট ৪৭ লাখ ৯৬ হাজার ২৪৫ জন ইউক্রেনীয় শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। তবে জাতিসংঘের আরেক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, আরও ২ লাখ ১৫ হাজার ইউক্রেনীয় পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে। এতে মোট শরণার্থী সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে।
আল-অ্যারাবিয়ার খবরে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এত দ্রুত শরণার্থী সংখ্যা বাড়েনি কখনো। শুধু শুক্রবারেই প্রায় ৬০ হাজার মানুষ নতুন করে শরণার্থী হয়েছে। সবথেকে বেশি ইউক্রেনীয়কে আশ্রয় দিয়েছে পোল্যান্ড।

গত দুই মাসে দেশটি ২৭ লাখেরও বেশি ইউক্রেনীয়কে আশ্রয় দিয়েছে। রোমানিয়া আশ্রয় দিয়েছে ৭ লাখ ২৫ হাজার। ফেব্রুয়ারি মাসে ৬ লাখ ৪৫ হাজার মানুষ শরণার্থী হয় ইউক্রেনে। মার্চ মাসে শরণার্থী হয় ৩৪ লাখ এবং এই মাসে এখন পর্যন্ত ৭ লাখ ৬০ হাজার ইউক্রেনীয় দেশ ছেড়েছে। ইউক্রেন ছাড়াদের ৯০ শতাংশই নারী ও শিশু। যুদ্ধে সক্ষম পুরুষদের মধ্যে যাদের বয়স ১৮ থেকে ৬০ তাদের দেশ ত্যাগের উপরে নিষেধাজ্ঞা রয়েছে।

সূত্র: মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117993 ,   Print Date & Time: Sunday, 13 July 2025, 03:54:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group