• হোম > খেলা | ফুটবল > ম্যানসিটিকে হারিয়ে ১০ বছর পর ফাইনালে লিভারপুল

ম্যানসিটিকে হারিয়ে ১০ বছর পর ফাইনালে লিভারপুল

  • রবিবার, ১৭ এপ্রিল ২০২২, ১১:২৫
  • ৪২১

 ম্যানসিটিকে হারিয়ে ১০ বছর পর ফাইনালে লিভারপুল

প্রথমার্ধে দুর্দান্ত খেলা লিভারপুলের সামনে কোণঠাসা হয়ে রইল ম্যানচেস্টার সিটি। দিতে হলো গোলরক্ষকের ভুলের মাশুলও। বিরতির পর প্রাণপণ চেষ্টা করেও লাভ হলো না পেপ গুয়ার্দিওলার দলের। রোমাঞ্চকর লড়াইয়ে জিতে এফএ কাপের ফাইনালে উঠল ইয়ুর্গেন ক্লপের দল। তাও ১০বছর পর। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে হওয়া সেমি-ফাইনালে ৩-২ গোলে জিতেছে লিভারপুল।

প্রথমার্ধেই তিন গোল করে শিরোপা লড়াইয়ের মঞ্চে এক পা দিয়ে ফেলে অ্যানফিল্ডের দলটি। জোড়া গোল করেন সাদিও মানে, একটি ইব্রাহিমা কোনাতে। দ্বিতীয়ার্ধের শুরু আর শেষে ব্যবধান কমান যথাক্রমে জ্যাক গ্রিলিশ ও বের্নার্দো সিলভা। চলতি মৌসুমে সিটি ছুটছিল ট্রেবল জয়ের লক্ষ্যে। সেই আশা শেষ হয়ে গেল তাদের। মৌসুমে এরই মধ্যে লিগ কাপ জেতা লিভারপুলের চার শিরোপার সবগুলো জয়ের সম্ভাবনা টিকে থাকল ভালোভাবে। ছয় দিন আগে প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ে সিটির মাঠে পিছিয়ে পড়ে ২-২ ড্র করেছিল লিভারপুল। লিগে তাদের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে সিটি। দুই দলই জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে।

ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় সিটি। গাব্রিয়েল জেসুসের পাস ডি-বক্সে পেয়ে গ্রিলিশের নেওয়া শট আটকে দেন ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। নবম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। অ্যান্ড্রু রবার্টসনের কর্নারে ছয় গজ বক্সের মুখে লাফিয়ে হেডে বল জালে পাঠান ইব্রাহিমা কোনাতে। লিভারপুলের হয়ে টানা তিন ম্যাচে হেডে গোল করলেন এই ফরাসি ডিফেন্ডার। আগের দুটি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দুই লেগে বেনফিকার বিপক্ষে।
এদেরসনের জায়গায় সিটির গোলপোস্টের নিচে দাঁড়ানো জ্যাক স্টেফেনের মারাত্মক ভুলে সপ্তদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। জোন স্টোনসের ব্যাকপাস পেয়ে অনেকটা সময় পেয়েও ক্লিয়ার করেননি যুক্তরাষ্ট্রের গোলরক্ষক। বরং তার আলগা স্পর্শে বল নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছুটে গিয়ে স্লাইডে জালে পাঠান মানে। বিরতির আগে সেনেগালের এই ফরোয়ার্ডের দ্বিতীয় গোলে স্কোরলাইন হয় ৩-০। বক্সের মাথা থেকে থিয়াগো আলকান্তারার পাসে ভলিতে ঠিকানা খুঁজে নেন মানে।

দ্বিতীয়ার্ধের শুরুটা দারুণ করে সিটি। ৪৭তম মিনিটে ব্যবধান কমান গ্রিলিশ। ডান দিক থেকে ফের্নান্দিনিয়োর বাড়ানো বল ডি-বক্সে পেয়ে একজনকে কাটিয়ে পাস দেন জেসুস। বাকিটা সারেন ইংলিশ মিডফিল্ডার। ৭০তম মিনিটে দারুণ একটি সুযোগ হারান জেসুস। ওয়ান-অন-ওয়ানে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন তার স্বদেশি গোলরক্ষক আলিসন।

তিন মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন লিভারপুল তারকা মোহামেদ সালাহ। অলেকসান্দার জিনচেঙ্কো ডাইভিং হেডে ব্যাক পাস দেন গোলরক্ষকের উদ্দেশে, কিন্তু জোর ছিল না। পেছন থেকে ছুটে গিয়ে মিশরীয় ফরোয়ার্ডের চিপ শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

চার মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে আরেকটি গোল শোধ করে নাটকীয়তার আভাস দেন সিলভা। কয়েক মিনিট আগে জেসুসের বদলি নামা রিয়াদ মাহরেজের প্রচেষ্টা আলিসনের পায়ে লেগে দূরের পোস্টে পেয়ে সহজেই জালে পাঠান তিনি। একটু পর ফের্নান্দিনিয়োর প্রচেষ্টা ফন ডাইকের পায়ে লেগে ক্রসবারের ওপর দিয়ে যায়। রাহিম স্টার্লিংয়ের একটি শট ঠেকিয়ে জয় নিশ্চিত করেন আলিসন।

২০১২ সালের পর এই প্রথম এফএ কাপের ফাইনালে উঠল লিভারপুল। তাদের প্রতিপক্ষ ঠিক হবে আজ রবিবার। দ্বিতীয় সেমিফাইনালে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে চেলসি। একই মাঠে ১৪ মে হবে ফাইনাল।

সূত্র: বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117997 ,   Print Date & Time: Wednesday, 9 July 2025, 05:59:04 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group