• হোম > বিনোদন > আজ রাতে ‘যদি জানতে

আজ রাতে ‘যদি জানতে

  • সোমবার, ৯ মে ২০২২, ১০:৪৮
  • ৪৬১

 আজ রাতে ‘যদি জানতে’

বগুড়ার ছেলে আন্দালিব চাকরির ইন্টারভিউ দিতে ঢাকায় আসে। হঠাৎ ফেসবুকে রক্ত চেয়ে আবেদন দেখে, রক্তদান করতে সে হাসপাতালে পৌঁছায়। সেখানে যে মেয়েকে রক্ত দেয়, তার প্রেমে পড়ে যায় আন্দালিব। গ্রামে ফিরে সেই মেয়ে লুবনা রহমানকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সে।

জানায় সে লুবনার ব্লাডমেট। এটা জেনে লুবনা আন্দালিবের প্রতি দুর্বল হয়ে পড়ে। আন্দালিবের প্রোফাইলে তার নিজের কোনও ছবি নেই। একদিন লুবনা আন্দালিবের ছবি চাইলে সে নিজের ছবি না দিয়ে তার বন্ধু রবিনের ছবি পাঠিয়ে দেয়। লুবনা সেই ছবি দেখে রবিনের প্রেমে পড়ে যায়।

একদিন লুবনা আন্দালিবকে জানান, সে যদি তার সঙ্গে দেখা না করে তাহলে সে আর যোগাযোগ রাখবে না। এতে আন্দালিব ঘাবড়ে যায়। সে ঢাকায় গিয়ে সবকথা খুলে বলে রবিনকে। ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘যদি জানতে’।

সুস্ময় সুমনের রচনায় এটি নির্মাণ করেছেন দীপু হাজরা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবলী নোমান, নাদিয়া আফরিন মিম, সাজজাদ রেজা, আদ্রিকা আনি, সুমাইয়া সিনহা, এআর পিয়াসসহ অনেকে।

নির্মাতা জানান, আজ রাতে গাজী টেলিভিশনে আইপিএল খেলার পর প্রচার হবে ‘যদি জানতে’ নাটকটি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118006 ,   Print Date & Time: Sunday, 14 September 2025, 06:31:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group