• হোম > স্বাস্থ্যকথা > ঢাকার হাসপাতালে ভর্তি ২৮ ডেঙ্গু রোগী

ঢাকার হাসপাতালে ভর্তি ২৮ ডেঙ্গু রোগী

  • বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১৭:২৩
  • ৩২৫

---

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে মোট ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ঢাকার বাইরে সারাদেশে নতুন এবং পুরাতন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নেই।

এবছর ১ জানুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৩৪ জন। একই সময়ে তাদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৬ জন রোগী। এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118110 ,   Print Date & Time: Wednesday, 16 July 2025, 03:02:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group