• হোম > নির্বাচনী সংবাদ > কুমিল্লা সিটি নির্বাচন: ৬ মেয়র প্রার্থীরই মনোনয়ন বৈধ

কুমিল্লা সিটি নির্বাচন: ৬ মেয়র প্রার্থীরই মনোনয়ন বৈধ

  • বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১৮:৪৩
  • ৫২৯

---

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের সাধারণ কাউন্সিলর পদে ১২০ জনের মধ্যে ৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জনের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করেছেন রির্টানিং কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৯ মে) বিকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মনোনয়ন বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুুরী। সিটি নির্বাচনের ছয় মেয়র প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়।

বৈধ ঘোষণা করা ছয় প্রার্থী হলেন– আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, স্বতন্ত্র কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, স্বতন্ত্র নিজাম উদ্দিন কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত রাশেদুল ইসলাম, স্বতন্ত্র কামরুল আহসান বাবুল ও স্বতন্ত্র মাসুদ পারভেজ খান ইমরান। এদের মধ্যে প্রার্থী মাসুদ পারভেজের মনোনয়ন নিয়ে শুনানির পর তা বৈধ ঘোষণা করা হয়।

উল্লেখ, ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118128 ,   Print Date & Time: Tuesday, 28 October 2025, 07:16:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group