• হোম > আসাম | কোলকাতা > আসামে বন্যা কবলিত ৮ লাখ মানুষ, রেললাইনে ৫০০ পরিবার

আসামে বন্যা কবলিত ৮ লাখ মানুষ, রেললাইনে ৫০০ পরিবার

  • শনিবার, ২১ মে ২০২২, ১২:৩৫
  • ২০৮০

---

ভারতের আসাম রাজ্য ভয়াবহ বন্যার কবলে পড়েছে। যমুনামুখ জেলার দুই গ্রামের প্রায় পাঁচশ’ পরিবার রেললাইনে আশ্রয় নিয়েছে। ওই অঞ্চলে সেটাই একমাত্র স্থান যা বন্যার পানিতে তলিয়ে যায়নি।

চাংজুরাই ও পটিয়া পাথর গ্রামের মানুষ বন্যায় তাদের প্রায় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। ত্রিপলের তৈরি অস্থায়ী ঘরে আশ্রয় নেওয়া গ্রামবাসী দাবি করেছেন, তারা গত পাঁচ দিনে রাজ্য সরকার ও জেলা প্রশাসনের কাছ থেকে খুব বেশি সাহায্য পাননি।

পটিয়া পাথরের গ্রামের বাসিন্দা ৪৩ বছরের মনোয়ারা বেগম বন্যার পানিতে সব হারিয়ে পরিবার নিয়ে রেললাইনে আশ্রয় নিয়েছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বন্যায় সব হারানো আরও চারটি পরিবার। তারা সবাই একই ত্রিপলের নিচে অমানবিক অবস্থায় বসবাস করছে, কোনও খাবারও প্রায় নেই।

মনোয়ারা বেগম বলেন, ‘তিন দিন আমরা খোলা আকাশের নিচে ছিলাম, তারপর কিছু টাকা ঋণ নিয়ে এই ত্রিপল কিনলাম। আমরা পাঁচটি পরিবার এর নিচে বসবাস করছি, কোন গোপনীয়তা নেই।’

চাংজুরাই গ্রামে বন্যায় সব হারিয়ে বিউটি বরদোলুইয়ের পরিবারও ত্রিপলের শিটের নিচে বাস করছে। তিনি বলেন, ‘বন্যায় আমাদের পেকে যাওয়া ধান নষ্ট হয়েছে। এভাবে টিকে থাকা খুবই কঠিন বলে পরিস্থিতি অনিশ্চিত।’

বিউটি বরদোলুইয়ের আত্মীয় সুনন্দা দোলুই বলেন, ‘এখানে পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং, নিরাপদ পানীয় জলের কোন উৎস নেই, আমরা দিনে মাত্র একবার খাই। আমরা গত চার দিনে সামান্য কিছু চাল পেয়েছি।‘

পটিয়া পাথর গ্রামের আরেক বন্যা কবলিত নাসিবুর রহমান বলেন, ‘চার দিন পর গতকাল সরকারি সাহায্য পেয়েছি। তারা সামান্য কিছু চাল, ডাল ও তেল দিয়েছে। কিন্তু অনেকে তাও পাননি।‘

আসামের বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ। রাজ্যের ২৯টি জেলার দুই হাজার ৫৮৫টি গ্রামের আট লাখের বেশি মানুষ এই প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়েছেন। বন্যা ও ভূমিধসে প্রায় ১৪ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: এনডিটিভি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118170 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 04:18:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group