• হোম > জাতীয় > কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

  • শনিবার, ২১ মে ২০২২, ১৩:৩৮
  • ৩১০

---

রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২১ মে) বেলা ১১টায় অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। দুপুর সাড়ে ১২টায় এই অভিযান শেষ হয়।

অভিযানে মনজুর মোহাম্মদ শাহরিয়ার মুরগি বিক্রেতাদের দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও শিটের উপর মুরগি কাটার অনুরোধ করেন। এছাড়াও মাছ বিক্রেতাদের অতিরিক্ত লাইট বন্ধ করার অনুরোধ জানান। এসময় ক্রেতাদের অতিরিক্ত পণ্য না কেনার অনুরোধ জানান তিনি।

অভিযানে পিঁয়াজের আড়তে গিয়ে ৩ দোকানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে দুইটি দোকানকে রঙিন লাইটের কারণে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা এবং একটি প্রতিষ্ঠানকে পাকা রশিদ না দেওয়ার কারণে এক হাজার টাকা জরিমানা করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118186 ,   Print Date & Time: Saturday, 5 July 2025, 02:09:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group