• হোম > আসাম | কোলকাতা > আসামে ভয়াবহ বন্যায় ১৪ জনের মৃত্যু

আসামে ভয়াবহ বন্যায় ১৪ জনের মৃত্যু

  • শনিবার, ২১ মে ২০২২, ১৭:৫২
  • ২৩২২

---

ভারতের আসাম রাজ্যের ২৯টি জেলার ২ হাজার ৫শ’ ৮৫টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। সরকারি হিসেবে  বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জন। ভারতের আসামের বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে।

বন্যা কবলিতের হয়েছে ৮ লাখের বেশি মানুষ। সরকারি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ৮৭ হাজার মানুষ।  তবে বরাক উপত্যকার নদীগুলির জলস্তর বৃদ্ধি কিছুটা কমেছে। টানা বৃষ্টিতে আসামের গুয়াহাটির বিভিন্ন স্থানে নতুন করে ধস নামছে।

উদ্ধারকার্য পরিচালনা করছে বিমান ও সেনাবাহিনী। এছাড়াও দেশটির মহাকাশ গবেষণা কেন্দ্রড্রোন ও উপগ্রহ চিত্রের মাধ্যমে ক্ষয়ক্ষতি যাচাই করছে। ধারনা করা হচ্ছে ক্ষয় ক্ষতির পরিমাণ আরো বাড়বে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118256 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 03:10:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group