• হোম > খুলনা > জেএমবির দুই সদস্যের ২০ বছর করে কারাদণ্ড

জেএমবির দুই সদস্যের ২০ বছর করে কারাদণ্ড

  • রবিবার, ২২ মে ২০২২, ১৩:১৬
  • ৩৩৪

---

খুলনায় বিস্ফোরক আইনে নি‌ষিদ্ধ ঘোষিত জ‌ঙ্গি সংগঠ‌ন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১ লাখ টাকা জ‌রিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

রবিবার দুপুরে খুলনার অ‌তি‌রিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আ‌শিকুর রহমান এ রায় ঘোষণা ক‌রেন।

সাজাপ্রাপ্ত আসা‌মিরা হলেন- মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার মোড়াবাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে নুর মোহাম্মদ অনিক ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ঘাশুরদুয়ার এলাকার মো. রেজাউল করিমের ছেলে মোজাহিদুল ইসলাম।

রাষ্ট্র পক্ষের আইনজীবী সাব্বির আহমেদ বলেন, এই দুইজনের বিরুদ্ধে আরও মামলা রয়েছে। আদালতে তারা কয়েকটি স্থানে বোমা হামলার কথাও স্বীকার করেছে। জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আদালত অতি অল্প সময়ের মধ্যে রায় ঘোষণা করেছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দেশের অন্যান্য মামলাগুলো স্বল্প সময়ের মধ্যে শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118325 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 10:39:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group