• হোম > আন্তর্জাতিক > ১৬ দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা সৌদি আরবের

১৬ দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা সৌদি আরবের

  • রবিবার, ২২ মে ২০২২, ১৬:৫২
  • ৪৭৬

---

করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব পুনরায় শুরু হওয়ায় বিশ্বের ১৬টি দেশে সৌদি নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনা সংক্রমণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া সৌদি আরব এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সৌদি নাগরিকদের যেসব দেশে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে-

১. লেবানন

২. সিরিয়া

৩. তুরস্ক

৪. ইরান

৫. আফগানিস্তান

৬. ভারত

৭. ইয়েমেন

৮. সোমালিয়া

৯. ইথিওপিয়া

১০. কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র

১১. লিবিয়া

১২. ইন্দোনেশিয়া

১৩. ভিয়েতনাম

১৪. আর্মেনিয়া

১৫. বেলারুশ

১৬. ভেনিজুয়েলা

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স এখন পর্যন্ত সৌদি আরবে শনাক্ত হয়নি বলে রোববার আল-আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী ডা. আবদুল্লাহ আসিরি বলেছেন, সৌদি আরবের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সন্দেহভাজন ‘মাঙ্কিপক্স’ আক্রান্ত রোগী পর্যবেক্ষণ ও শনাক্ত করতে সক্ষম।

জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থা বলেছে, গত ২১ মে পর্যন্ত বিশ্বের ১২টি সদস্য রাষ্ট্রে ৯২ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এছাড়া আরও ২৮ জন মাঙ্কিপক্সে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। মাঙ্কিপক্সের বিস্তার কীভাবে রোধ করা যায় সে বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে বিস্তারিত নির্দেশনা এবং সুপারিশ তুলে ধরা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সূত্র: গালফ নিউজ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118356 ,   Print Date & Time: Friday, 24 October 2025, 08:40:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group