• হোম > অন্যান্য > রাজবাড়ীতে পৃথক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২

রাজবাড়ীতে পৃথক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২

  • রবিবার, ২২ মে ২০২২, ১৭:২৮
  • ৩৩৫

---

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ও ট্রেনে কাটা পড়ে শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার সকালে জেলার সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে আনন্দ সরকার (৫০) নামে এক মৎস্যজীবী মারা যান। নিহত আনন্দ সরকার পৌরসভার ৮নং ওয়ার্ডের সুবল চন্দ্র সরকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী সাটল ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। অন্যদিকে দুপুর ২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল্লাহ হক (৪০) নামে এক ব্যক্তি নিহত হন।

আব্দুল্লাহ হক সদর উপজেলার চর আফরা গ্রামের মাজাহারুল ইসলামের ছেলে ও উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। পুলিশ জানায়, দুপুর ২টার দিকে মোটরসাইকেল যোগে বিদ্যালয়ের কাজ শেষে বাড়ি ফেরার সময় বাগমারায় বাস চাপায় আব্দুল্লাহ নিহত হয়। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118370 ,   Print Date & Time: Friday, 5 September 2025, 05:27:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group