• হোম > বরিশাল > ৩ দিন গ্যাস থাকবে না বগুড়ায়!

৩ দিন গ্যাস থাকবে না বগুড়ায়!

  • রবিবার, ২২ মে ২০২২, ১৮:৩৬
  • ৩৭০

---

বগুড়ার আংশিক এলাকায় সোমবার (২৩ মে) সকাল ৮টা থেকে বুধবার (২৫ মে) রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বগুড়া শহরতলীর তিনমাথা থেকে বাঘোপাড়া পর্যন্ত জরুরি গ্যাস লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার সকালে পিজিসিএল বগুড়া অঞ্চলের ম্যানেজার বরকত হোসেন মোল্লা জানান, আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বুধবার রাত পর্যন্ত শহরের পুরান বগুড়া, জহুরুল নগর, কামার গাড়ী, চকসূত্রাপুর, বাদুড়তলা, নামাজগড়, শহীদ তারেক রোড, উপশহর, নিশিন্দারা, ধরমপুর, বারপুর, মাটিডালী, সুলতানগঞ্জ পাড়া ও হাকির মোড় পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য পিজিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের আগে কাজ হলে সময়ের আগেই গ্রাহকদের গ্যাস সরবরাহ প্রদান করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118382 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 01:25:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group