• হোম > বিজ্ঞান ও প্রযুক্তি > রাশিয়ায় দেউলিয়া গুগল, কর্মীদের বেতন বন্ধ

রাশিয়ায় দেউলিয়া গুগল, কর্মীদের বেতন বন্ধ

  • রবিবার, ২২ মে ২০২২, ১৯:৩০
  • ৩৫২

---

গুগল রাশিয়া নিজেদের দৌউলিয়া ঘোষণা করেছে। ফলে কর্মীদের বেতন, ভেন্ডরদের অর্থ পরিশোধ এবং অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা পূরণ করতে পারছে না গুগলের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটি।

এর আগে রাশিয়ান অথরিটি গুগলের এই সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে। ফলে নিজেদের দেউলিয়া ঘোষণা করে একটি নোটিশ জারি করেছে গুগল রাশিয়া।

মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গুগলসহ কয়েকটি টেক সংস্থা রাশিয়ার কড়া সমালোচনা করে। এমন কি দেশটিতে বিভিন্ন পরিষেবা বন্ধ করে দেয় তারা। গত কয়েক মাস ধরে রাশিয়ায় বেশিরভাগ বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রেখেছে গুগল। পাশাপাশি রাশিয়ান সংস্থার বিজ্ঞাপন, নতুন গুগল ক্লাউড রেজিস্ট্রেশন এবং ইউটিউবসহ সব পরিষেবার জন্য অর্থপ্রদান বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি।

গুগলের এক মুখপাত্র জানায়, রাশিয়ান কর্তৃপক্ষ গুগল রাশিয়ার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করায় আমরা রাশিয়াভিত্তিক কর্মীদের নিয়োগ, অর্থ প্রদান, সরবরাহকারী এবং বিক্রেতাদের অর্থ প্রদান ও অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা মেটাতে পারছি না। তবে আপাতত রাশিয়ায় বিনামূল্য পরিষেবা যেমন সার্চ, ম্যাপস, ইউটিউব চালু রেখেছে গুগল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118395 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 01:22:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group