• হোম > বরিশাল > কলাপাড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ

কলাপাড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ

  • রবিবার, ২২ মে ২০২২, ১৯:৫৯
  • ৩৬০

---

পটুয়াখালীর কলাপাড়ায় মো. ইয়াকুব খান (৫৩) নামের স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। রবিবার দুপুর ২ টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত চেয়ারম্যান প্রার্থীর ভাতিজা ইমদাদ খান জানান, ঘটনার সময় তার চাচা ইয়াকুব খান নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে ভোটারদের সাথে আলাপ-আলোচনা করছিল। এসময় ফারুক আল আমিন আরিফ সহ ৭/৮ জন তার উপর হামলা চালায়। খবর শুনে ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

মহিপুর থানার ওসি খন্দকার মো.আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ১৫ জুন উপজেলার ধুলাসার এবং লতাচাপলী এ দু’টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118401 ,   Print Date & Time: Tuesday, 5 August 2025, 03:15:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group