• হোম > বিনোদন > আদালতের আদেশ অমান্য করে চলছেন নিপুণ : জায়েদ

আদালতের আদেশ অমান্য করে চলছেন নিপুণ : জায়েদ

  • সোমবার, ২৩ মে ২০২২, ১৩:০৫
  • ৫৪২

---

চিত্রনায়ক জায়েদ খান বলেছেন, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে আপিল বিভাগের স্থিতাবস্থা থাকার পরও নিপুণ আদালতের আদেশ অমান্য করে চলছেন। দেশের মানুষ জানে আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি।

সোমবার (২৩ মে) সুপ্রিম কোর্ট থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন জায়েদ খান।

এদিন আপিল বিভাগে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আপিল শুনানির দিন ধার্য ছিল। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির তারিখ পিছিয়ে আগামী ৫ জুন ধার্য করেন।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

আদালত থেকে বের হওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, আমি আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। এ কারণে জোর করে চেয়ার দখলের কোনো ইচ্ছে নাই। অসত্যের বিরুদ্ধে আমি লড়াই করে যাচ্ছি।

গত ১৩ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চেম্বার আদালতের স্থিতাবস্থার আদেশ নিপুণ আক্তার ও জায়েদ খানকে কঠোরভাবে পালন করতে আদেশ দেন আপিল বিভাগ।

গত ৮ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার আদেশের পরেও সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জায়েদ খান।

সূত্রঃ রাইজিংবিডি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118415 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 11:01:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group