• হোম > আইন-অপরাধ > ওসি প্রদীপের স্ত্রীর আত্মসমর্পণ

ওসি প্রদীপের স্ত্রীর আত্মসমর্পণ

  • সোমবার, ২৩ মে ২০২২, ১৩:৩৩
  • ৩৫৬

সাবেক ওসি প্রদীপ ও স্ত্রী চুমকি (ফাইল ফটো)

মেজর সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ওসি প্রদীপের স্ত্রী চুমকি কারণ অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন।

সোমবার (২৩ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করেন চুমকি কারণ। আদালত শুনানী শেষে চুমকির জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

দুদকের আইনজীবি মাহমুদুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২৩ আগস্ট ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা করে দুদক। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে দায়েরকৃত এই মামলায় ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়। ওসি প্রদীপ গ্রেপ্তারের পর থেকেই পলাতক ছিলেন চুমকি।

সূত্রঃ রাইজিংবিডি,


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118424 ,   Print Date & Time: Sunday, 26 October 2025, 03:55:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group