• হোম > বিনোদন > বিয়ে নিয়ে এতোদিনে মুখ খুললেন কিয়ারা

বিয়ে নিয়ে এতোদিনে মুখ খুললেন কিয়ারা

  • সোমবার, ২৩ মে ২০২২, ১৩:৫৪
  • ৩৮৭

---

কদিন ধরে বলিউড তারকা কিয়ারা আদভানির ব্রেক-আপের গুঞ্জন শোনা যাচ্ছিল।

বিচ্ছেদের সাত সতেরো নিয়েই ‘যুগ যুগ জিও’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এদিন বিয়ে ও ব্রেক-আপ নিয়ে প্রশ্নের মুখে পড়েন এ নায়িকা।

তাকে জিজ্ঞাস করা হয়, আপনি বিয়েটা সারছেন কবে? তখন কিয়ারা যা বললেন তাতে চিন্তায় পড়ে গেলেন ভক্তরা। তবে কি কোনোদিন বিয়ে নিয়ে ভাববেনই না এ অভিনেত্রী?

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বহুদিন ধরেই প্রেম করছেন কিয়ারা। এদিকে বিয়ের নামও মুখে নেন না কেউ-ই। এমনকি তারা একে অপরকে ভালোবাসেন কিনা তাও স্পষ্ট করেননি কখনও। মুম্বাই সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে কিয়ারা বললেন, কেন? কাজ করছি, টাকা রোজগার করছি, ভালো আছি। তাতে হচ্ছে না? ভালো থাকতে হলে বিয়ে করতে হবে কেন?

সম্প্রতি রব উঠেছিল— এই জুটি যে যার পথ আলাদা করে নিয়েছেন।

যদিও নেটমাধ্যমে দুজন-দুজনের ছবি এবং পোস্টে এখনও প্রতিক্রিয়া জানান। একসঙ্গে প্রায়ই দেখা যায় দুজনকে। তা দেখে সবার অনুমান আজও তারা একসঙ্গেই আছেন। কিন্তু কিয়ারার বিয়ে নিয়ে মন্তব্যের ঝাঁজে আবারও নতুন করে সংশয় দেখা দিল।

‘যুগ যুগ জিও’-এর চিত্রনাট্যও সম্পর্কের টানাপড়েন এবং তিক্ততার ওপরই দাঁড়িয়ে। সেই তিক্ততাকে হাস্যরসের মোড়কে সরল করা হয়েছে। সেই ছবিতে কিয়ারা ছাড়াও রয়েছেন বরুন ধাওয়ান, অনিল কাপুর এবং নীতু সিংয়ের মতো তারকারা।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118428 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 12:29:23 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group