• হোম > আন্তর্জাতিক > তিন সমস্যা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি বিশ্ব

তিন সমস্যা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি বিশ্ব

  • সোমবার, ২৩ মে ২০২২, ১৪:১২
  • ৩৫৪

---

পৃথিবীর বয়স যত বাড়ছে, দেখা দিচ্ছে একের পর এক সমস্যা। বর্তমানে কঠিন তিন সমস্যায় মুখোমুখি বিশ্ব।

তিন সমস্যার মধ্যে রয়েছে— মহামারি করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মাঙ্কিপক্স। করোনা মহামারি শেষ না হতেই পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করেছে মাঙ্কিপক্স।

এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করেছে।

মাঙ্কিপক্স নিয়ে জেনেভায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। যেখানে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থার বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। আলোচনাসভায় ড. টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, আফ্রিকার প্রায় ১৫টি গোষ্ঠীর মধ্যে এই রোগ ছড়িয়ে পড়েছে।

এ ছাড়া ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইসরাইলসহ বিশ্বের প্রায় ৮০ দেশে এর প্রাদুর্ভার ছড়িয়ে পড়েছে। যদিও বিরাট এক জনগোষ্ঠীর জন্য এই রোগ তেমনটা ঝুঁকিপূর্ণ নয়।

মাঙ্কিপক্স ভাইরাস যা মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। মানুষের মাঝে এ ভাইরাস খুব দ্রুত ছড়াচ্ছে না। এ ছাড়া অসুস্থার প্রবণতা কিছুটা কম।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য পরিষেবা সংস্থা জানিয়েছে, অধিকাংশ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর কয়েক সপ্তাহের মধ্যে আবার সুস্থ হয়েছে।

তবে হঠাৎ করে রোগটি নতুন করে ছড়িয়ে পড়ায় বিজ্ঞানীরা হতবাক হয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য সংস্থা নতুন আদেশ জারি করেছে। আদেশের মধ্যে রয়েছে কোনো ব্যক্তি এ রোগে আক্রান্ত হলে তাকে তিন সপ্তাহ নিজস্ব আইসোলেটে থাকতে হবে। এদিকে বেলজিয়ামই প্রথম দেশ যারা শুক্রবার থেকে কোনো ব্যক্তি এই মাঙ্কিপক্সে আক্রান্ত হলে বাধ্যতামূলকভাবে তাকে তিন সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে।

রোববার বিশ্ব সংস্থার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংস্থাটির প্রধান ড. টেড্রোস বলেন, আমরা শুধু করোনা মহামারি সংকট পার করছি না। পৃথিবীতে আরও অনেক সমস্যা রয়েছে।

তিনি আরও বলেন, পৃথিবীজুড়ে আমরা সংকট দেখতে পাচ্ছি। এর মধ্যে ইবোলা, মাঙ্কিপক্স ও হেপাটাইসিস সমস্যা। এ ছাড়া যুদ্ধের কারণে আফগানিস্তান, ইথিওপিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, ইউক্রেন ও ইয়েমেনে মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

মাঙ্কিপক্স সর্বপ্রথম যুক্তরাজ্যে শনাক্ত হলেও এর পর ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। এর মধ্যে স্পেন, পর্তুগাল, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেন। এ ছাড়া নতুন করে অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডেও এ ভাইরাস শনাক্ত হয়েছে।

সূত্র: বিবিসি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118432 ,   Print Date & Time: Saturday, 6 September 2025, 10:25:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group