• হোম > বাংলাদেশ > মাঙ্কিপক্স ভাইরাস প্রতিরোধে হিলি চেকপোস্টে সতর্কতা জারি

মাঙ্কিপক্স ভাইরাস প্রতিরোধে হিলি চেকপোস্টে সতর্কতা জারি

  • সোমবার, ২৩ মে ২০২২, ১৫:০৯
  • ৩৫২

 মাঙ্কিপক্স ভাইরাস প্রতিরোধে হিলি চেকপোস্টে সতর্কতা জারি

উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে ভাইরাসজনিত বিরল রোগ মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাংলাদেশও সতর্ক অবস্থান নিয়েছে।

এই রোগ প্রতিরোধে দেশের আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরসমূহে আক্রান্ত দেশ থেকে আগত যাত্রীদের ওপর সজাগ দৃষ্টি ও হেলথ স্ক্রিনিং জোরদার করতে বলা হয়েছে স্বাস্থ্য বিভাগ থেকে।

এর অংশ হিসেবে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় একটি মেডিক্যাল টিম স্থাপন করা হয়েছে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কান্তি দাস জানান, পার্শ্ববর্তী দেশ ভারতে মাঙ্কিপক্সের কোনো রোগী শনাক্ত না হওয়ায় আমরা কিছুটা স্বস্তিতে রয়েছি। তবে বাড়তি সর্তকতা জারি করা হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টে একটি মেডিক্যাল টিম সার্বক্ষণিক কাজ করছে।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118444 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 12:25:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group