• হোম > বাংলাদেশ > মির্জাপুরে ট্রাক চাপায় প্রাণ গেল ২ বন্ধুর

মির্জাপুরে ট্রাক চাপায় প্রাণ গেল ২ বন্ধুর

  • সোমবার, ২৩ মে ২০২২, ১৫:৪৮
  • ৪৬১

 মির্জাপুরে ট্রাক চাপায় প্রাণ গেল ২ বন্ধুর

টাঙ্গাইল জেলার মির্জাপুরে ট্রাকের চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন।

সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আন্ডারপাসের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামের আমীর হোসেনের ছেলে ও হাজী আবুল হোসেন টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী ইয়াছিন হোসেন কানন (২২) এবং একই গ্রামের আবু বক্করের ছেলে শহীদুল ইসলাম (২৫)। তারা একে ওপরের বন্ধু।

জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে বন্ধু শহীদুলকে নিয়ে ইয়াসিন হোসেন কানন মির্জাপুর থেকে টাঙ্গাইল যাচ্ছিলেন। মির্জাপুর বাইপাস আন্ডারপাসের ওপরে এলে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিন মারা যান। গুরুতর আহত শহীদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118452 ,   Print Date & Time: Saturday, 31 January 2026, 05:31:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group