• হোম > ঢাকা > খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

  • সোমবার, ২৩ মে ২০২২, ১৮:২৭
  • ৩২৬

---

রাজধানীর খিলক্ষেত থানা এলাকার জোয়ারসাহারা রেলগেটে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২৩ মে) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সানু মং মারমা ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাত আনুমানিক ১২টার দিকে খিলক্ষেত জোয়ারসাহারা এলাকায় অসতর্ক অবস্থায় রেললাইন পার হওয়ার সময় উপবন এক্সপ্রেসে কাটা পড়ে তিনি নিহত হন। পরে আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠাই।

তিনি আরও জানান, আমরা এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করতে পারিনি। তার পরিচয় শনাক্ত জন্য চেষ্টা চলছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118488 ,   Print Date & Time: Thursday, 4 September 2025, 01:51:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group