• হোম > শিক্ষাঙ্গন > মিরপুরে এমএআইটি পরিদর্শন করলেন বংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

মিরপুরে এমএআইটি পরিদর্শন করলেন বংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

  • সোমবার, ২৩ মে ২০২২, ২০:১৪
  • ৪০৫

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ আলী আকবরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি, ঢাকা, মিরপুর শাখার অধ্যক্ষ গোলাম কিবরিয়াসহ অন্যান্যরা

মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি, ঢাকা, মিরপুর শাখা পরিদর্শন করলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ আলী আকবর। শনিবার (২১ মে) তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় প্রতিষ্ঠানটির ল্যাব ফ্যাসিলিটি, ক্লাস কার্যক্রম, কারিগরি শিক্ষাবোর্ড পরিচালিত রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, টেইলরিং এন্ড ড্রেস মেকিং, ড্রাইভিং, সুইং মেশিন অপারেটর অকুপেশনে ৩৬০ ঘন্টা মেয়াদি প্রশিক্ষন সম্পন্ন প্রশিক্ষনার্থীদের অ্যাসেসমেন্ট কার্যক্রম পর্যবেক্ষন করেন তিনি।

 ---

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থী, অ্যাসেসর ও প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে প্রতিষ্ঠিানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। প্রতিষ্ঠানের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে কারিগরি শিক্ষার মানোন্নয়নে মুল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। ভবিষ্যতে পূনরায় কার্যক্রম পরিদর্শনের আশাবাদও ব্যক্ত করেন তিনি।

এক বিবৃতিতে তিনি বলেন, “চলমান চারটি অকুপেশনের অ্যাসেসমেন্ট এর লার্নারগন যথাযথভাবে তাদের দায়িত্ব অনুযায়ি কার্যক্রমসমূহ সম্পন্ন করছে। ভবিষ্যতে প্রশিক্ষকগন অধিকতর দায়িত্ব নিয়ে কাজ করলে এ প্রতিষ্ঠানের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমি আশা করি”।

পরিদর্শনে চেয়ারম্যান মহোদয়ের পাশাপাশি বোর্ডের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক তৌহিদা ফাতেমা, কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ প্রকল্প, মুসলিম এইড এর টিম লিডার কবির আহমদ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118498 ,   Print Date & Time: Saturday, 25 October 2025, 10:37:18 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group