• হোম > আন্তর্জাতিক > গুপ্তহত্যার চেষ্টা হয়েছে পুতিনকে

গুপ্তহত্যার চেষ্টা হয়েছে পুতিনকে

  • মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১১:৪৭
  • ৪৫৩

 গুপ্তহত্যার চেষ্টা হয়েছে পুতিনকে

ইউক্রেনে অভিযান শুরুর কয়েক দিন পরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করা হয়। তবে তিনি তাতে বেঁচে যান। এমনটাই দাবি করেছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান। ইউক্রেনীয় গণমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদাকে দেয়া এক সাক্ষাৎকারে কিরিলো বুদানভ বলেন, পুতিনকে হত্যায় চেষ্টা চালানো হয়েছে। গণমাধ্যমটির ইংরেজি সংস্করণে তার এই মন্তব্য প্রকাশিত হয়েছে। তবে এ চেষ্টার পেছনে ইউক্রেন ছিল না বলেও জানিয়েছেন বুদানভ। এ খবর দিয়েছে বিজনেস ইনসাইডার।

বুদানভের ভাষায়, পুতিনকে হত্যায় শুধু চেষ্টাই চলেনি, তাকে টার্গেট করে আক্রমণও হয়েছে। ককেশাস অঞ্চলে সক্রিয়রা এ তথ্য জানিয়েছেন। যদিও এটি কোনো প্রকাশ্য তথ্য নয়। তাকে হত্যা চেষ্টা ব্যর্থ হয়েছে কিন্তু চেষ্টা হয়েছে তা নিশ্চিত

বিজ্ঞাপন

এটি প্রায় ২ মাস আগের কথা। ককেশাস অঞ্চল বলতে মূলত পূর্ব ইউরোপের দেশ আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া ও রাশিয়ার দক্ষিণাঞ্চলের কিছু অংশের সম্মিলিত ভূখ-কে বুঝানো হয়। ঠিক কারা এই আক্রমণ করেছে তা স্পষ্ট করেননি বুদানভ।
প্রাভদা জানিয়েছে, এটি একটি বড় সাক্ষাৎকারের ক্ষুদ্র অংশ। শিগগিরই পুরো সাক্ষাৎকারটি প্রকাশ করা হবে। যদিও বুদানভ প্রায়ই পুতিনের বিষয়ে বিভিন্ন গুজব নিয়ে কথা বলেন। সর্বশেষ দাবির পক্ষেও তিনি কোনো প্রমাণ দেননি। এক সপ্তাহ আগেই তিনি দাবি করেছিলেন, পুতিনের স্বাস্থ্যের অবস্থা খারাপ হচ্ছে এবং ক্রেমলিনে তার বিরুদ্ধে একটি অভ্যুত্থান হতে চলেছে। এক বছরের মধ্যেই রাশিয়ায় সরকার পরিবর্তন হবে বলেও জানিয়েছিলেন তিনি। পুতিনকে হত্যাচেষ্টা নিয়ে বুদানভের দাবিটি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছেন ইউক্রেন সরকারের এক শীর্ষ কর্মকর্তা অ্যান্টন গেরেশচেঙ্কো।

সূত্র:


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118508 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 05:00:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group