• হোম > জাতীয় > বিক্রি শুরু বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেনের টিকিট

বিক্রি শুরু বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেনের টিকিট

  • মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১২:৩২
  • ৩৮৭

মৈত্রী ট্রেন (ফাইল ফটো)

দুই বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেন। আজ থেকে পাওয়া যাচ্ছে ট্রেনের টিকিট।

কমলাপুর রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ মে) সকাল ৮টা থেকে কমলাপুর রেলস্টেশনের নির্ধারিত কাউন্টারে পাওয়া যাচ্ছে টিকিট।

নির্ধারিত কাউন্টারে ঢাকা থেকে কলকাতা চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস এবং নতুন চালু হওয়া মিতালী এক্সপ্রেসের টিকিট পাওয়া যাবে।

এর আগে গত রোববার (২২ মে) বাংলাদেশ রেলওয়ে মঙ্গলবার (২৪ মে) থেকে টিকিট বিক্রির কথা জানিয়েছিল।

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের মোট ৪৫৬টি চেয়ারের মধ্যে ১৪৪টি এসি সিট (কেবিন) এবং ৩১২টি এসি চেয়ার রয়েছে। এসি সিটের ভাড়া ৩ হাজার ৪৩৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৪৫৫ টাকা।

মিতালী এক্সপ্রেস ২৬ মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। কিন্তু করোনার কারণে এটি চালু হচ্ছে আগামী ১ জুন থেকে।

মিতালী এক্সপ্রেস বাংলাদেশ থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার এবং ভারত থেকে রবি ও বুধবার ছাড়বে। ট্রেনের এসি বার্থ ৪ হাজার ৯০৫ টাকা, এসি সিট ৩ হাজার ৮০৫ এবং এসি চেয়ারের ভাড়া ধরা হয়েছে ২ হাজার ৭০০ টাকা।

সূত্র: রাইজিংবিডি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118512 ,   Print Date & Time: Sunday, 21 December 2025, 08:27:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group