• হোম > বিনোদন > শুটিংয়ে ফিরলেন নিপুণ

শুটিংয়ে ফিরলেন নিপুণ

  • মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১৮:৩৮
  • ৫৯৬

---
চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে আইন-আদালতের লম্বা দৌড়-ঝাঁপ সামলে এবার সিনেমার শুটিংয়ে ফিরলেন নায়িকা নিপুণ।

‘ভাগ্য’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। রাজধানীর আফতাবনগরে চলছে সিনেমাটির শুটিং। কাজ চলবে ৩০ মে পর্যন্ত টানা।

এতে নিপুণের বিপরীতে নায়ক হিসেবে আছেন মুন্না নামের একজন। এই জুটি আগেও উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’ নামের একটি সিনেমা করেছেন।

এতে ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন নিপুণ। যেখানে চাচা তাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান। কখনও প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনও চোরাচালানিদের সাহায্য করা। পরে চাচার কাছ থেকে পালানোর সিদ্ধান্ত নেন নিপুণ।
নিপুণ বলেন, ‘ছবিটির গল্পটা বেশ ভালো। আশা করি দর্শকরা এটি গ্রহণ করবেন।’

‘ভাগ্য’ ছবিটি পরিচালনা করছেন মাহবুবুর রহমান এবং নির্মিত হচ্ছে হালিমা কথাচিত্রের ব্যানারে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118548 ,   Print Date & Time: Tuesday, 27 January 2026, 09:00:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group