• হোম > জাতীয় > ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

  • মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১৮:৫৬
  • ৩৬৮

শেখ হাসিনা ও এলিজাবেথ বর্নি

ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় এলিজাবেথ বর্নিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গত ৩০ বছরের মধ্যে প্রথম কোনো নারী এ সম্মানজনক পদে অধিষ্ঠিত হলেন।

ফ্রান্সের প্রধানমন্ত্রীর কাছে লেখা অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, একজন রাজনীতিবিদ ও প্রশাসক হিসেবে আপনার অভিজ্ঞতা দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাকে ভালো অবস্থানে নিয়ে যাবে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদ চলাকালে তার আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে এলিজাবেথ বর্নির অবদান হবে গুরুত্বপূর্ণ।

প্যারিসের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সুসম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, ৫০ বছর আগে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাণিজ্য, বিনিয়োগ, পানি, উন্নয়ন, বিমান পরিবহন, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ ও শিক্ষা বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে গতিশীল সহযোগিতা মাধ্যমে আমাদের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ, সফলতা ও বন্ধুপ্রতিম ফ্রান্স প্রজাতন্ত্রের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118554 ,   Print Date & Time: Friday, 24 October 2025, 03:05:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group