• হোম > অর্থনীতি | ব্যবসা বাণিজ্য > বিলাসবহুল ও বিদেশি দুই শতাধিক পণ্যে শুল্ক আরোপ

বিলাসবহুল ও বিদেশি দুই শতাধিক পণ্যে শুল্ক আরোপ

  • মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১৯:৫১
  • ৫৬৮

আমদানি করা বিস্কুট, চকলেট ও অন্যান্য পণ্য

দেশীয় পণ্যের সুরক্ষা নিশ্চিত করতে ও আমদানি প্রবণতা কমাতে দুই শতাধিক বিলাসবহুল ও বিদেশি পণ্যের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) আরোপ করা হয়েছে। পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— আমদানি করা বিস্কুট, চকলেট, বিভিন্ন জাতের ফল, জুস ও বিদেশি তৈরি পোশাক, ফার্নিচারের কাঁচামাল ইত্যাদি।

বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ কমাতে বাংলাদেশ ব্যাংকের সুপারিশের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

সোমবার (২৩ মে) এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত আরোপ করা হয়েছে। এনবিআরের জনসংযোগ দপ্তর সূত্রে প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118563 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 11:19:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group