• হোম > জাতীয় > দুইদিনের সফরে সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

দুইদিনের সফরে সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

  • বুধবার, ২৫ মে ২০২২, ১২:১৯
  • ৩২৮

সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচপররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে দুইদিনের সফরে ঢাকায় এসেছেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ।

মঙ্গলবার (২৪ মে) রাতে তিনি ঢাকায় পৌঁছেছেন। তার এ সফরে দু’দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) এবং কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসাহীন যাতায়াত বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

সফরের কর্মসূচি অনুযায়ী, বুধবার (২৫ মে) সকালে সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন এবং স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এরপর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবে। বৈঠকে ঢাকা ও বেলগ্রেডের মধ্যে এফওসি এবং কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসাহীন যাতায়াত বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। ওইদিন বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ-সার্বিয়া: কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর’ শীর্ষক এক সেমিনারে যোগ দেবেন সেলাকোভিচ।

সফরের দ্বিতীয় বৃহস্পতিবার (২৬ মে) ঢাকা সফররত সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ওইদিন তিনি ঢাকার শিল্পকলা একাডেমি পরিদর্শন করবেন। রাতে রাজধানীর একটি হোটেলে ড. মোমেনের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন। ওই রাতেই সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী বেলগ্রেডের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118569 ,   Print Date & Time: Saturday, 5 July 2025, 05:59:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group