• হোম > অর্থনীতি > সরকারি প্রণোদনায় রেমিট্যান্স বেড়েছে : অর্থমন্ত্রী

সরকারি প্রণোদনায় রেমিট্যান্স বেড়েছে : অর্থমন্ত্রী

  • বুধবার, ২৫ মে ২০২২, ১৬:৪৪
  • ৪০৯

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, সরকারি প্রণোদনার কারণেই বৈধ পথে রেমিট্যান্স বেড়েছে। এ বছর এখন পর্যন্ত ২১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

বুধবার (২৫ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্যসংগ্রহ কার্যক্রম প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানটি এখনও চলছে।

এ সময় কোনো বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে কেউ যেন জনশুমারির কাজকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে বিষয়ে সর্তক থাকার আহ্বান জানান অর্থমন্ত্রী।

একজন মানুষও যেন এবারের জনশুমারি গণনা কার্যক্রম থেকে বাদ না যায় সে বিষয়ে সতর্ক থাকতে বলেন তিনি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী উপস্থিত রয়েছেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. সামসুল আরেফিন।

আগামী ১৫ থেকে ২১ জুন সারা দেশে জনশুমারি ও গৃহগণনা পরিচালিত হবে। দেশের প্রথম ডিজিটাল এ শুমারিতে তথ্য সংগ্রহকারীরা দেশের প্রত্যেক নাগরিকের তথ্য প্রতিটি থানায় গমনপূর্বক সংগ্রহ করবেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118616 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 06:48:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group