• হোম > বিনোদন > ব্যস্ত থাকলে ভালো থাকি -কেয়া

ব্যস্ত থাকলে ভালো থাকি -কেয়া

  • বুধবার, ২৫ মে ২০২২, ১৭:০৭
  • ৩৯৫

 ব্যস্ত থাকলে ভালো থাকি -কেয়া

জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। ক্যারিয়ারের শুরুতেই উপহার দিয়েছেন বেশ কিছু ব্যাবসা সফল ছবি। মধ্যে বিরতি নিলেও গত কয়েক বছর ধরে তিনি ফের সরব চলচ্চিত্রে। এরইমধ্যে পাঁচটি ছবির কাজ শেষ করেছেন কেয়া। সব মিলিয়ে কেমন আছেন? কেয়া বলেন, খুব ভালো আছি। ব্যস্ততা কি নিয়ে? এ নায়িকা বলেন, আপাতত কোনো শুটিং করছি না। বলতে পারেন কিছুটা ছুটির মুডে আছি। মায়ের সঙ্গে সময় কাটাচ্ছি। তবে ব্যস্ত থাকলে ভালো থাকি আমি। দ্রুতই হয়তো কাজ নিয়ে ব্যস্ত হবো

নতুন কাজের কথা হচ্ছে? এ নায়িকা বলেন, বেশ কিছু সিনেমা নিয়ে কথা চলছে। তবে এই সময়ে এসে একটু বুঝে শুনে পথ চলতে চাই। এখনও কোনো ছবি পাকাপাকি করিনি। দ্রুতই সেটা করবো। শিল্পী সমিতির কাজ কেমন চলছে? কেয়া বলেন, শিল্পীরা আমাকে কার্যনির্বাহি সদস্য হিসেবে নির্বাচিত করেছে। এরই মধ্যে কয়েকবার বসেছি আমরা।
শিল্পীদের জন্য কাজ করার নানা পরিকল্পনা চলছে। আশা করছি ভালো ভালো কাজ হবে সামনে। আপনার পাঁচটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এ ছবিগুলোতে আপনি তরুণ নায়কদের সঙ্গে কাজ করেছেন। অভিজ্ঞতা কেমন? কেয়ার উত্তর- আমার এ পাঁচটি ছবি হলো- ‘ইয়েস ম্যাডাম’, ‘কথা দিলাম’, ‘সীমানা’, ‘বনলতা’ এবং ‘মোনাফিক’। ছবিতে আমার নায়ক এ প্রজন্মের অভিনেতারা। আসলে ছবির গল্প ছবি। এসব ছবির নায়কদের সঙ্গে আমার রসায়নও চমৎকার। কেয়া আরো বলেন, আসলে একই ধরনের চরিত্রে কাজ করে স্বাচ্ছ্বন্দ্যবোধ করি না।

চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করাটা উপভোগ করি। এ ছবিগুলোও তেমন। আর এ কারণেই এগুলো নিয়ে আশাবাদী আমি। নাটকে কাজের কি খবর? কেয়ার উত্তর- নতুন নাটকে কাজ করা হয়নি। তবে নাটক ও বিজ্ঞাপন নিয়ে কথাবার্তা চলছে। ব্যাটে বলে মিললে হয়তো করবো। ওয়েব মাধ্যমে কাজ করার ইচ্ছে আছে? এ নায়িকা বলেন, ওটিটি প্ল্যাটফর্মে এখন ভালো কাজ হচ্ছে। আমিও কাজ করতে চাই সেরকম গল্প ও চরিত্র হলে।

সূত্রঃ মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118624 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 05:47:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group