• হোম > স্বাস্থ্যকথা > করোনা: দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩০

করোনা: দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩০

  • বুধবার, ২৫ মে ২০২২, ১৮:৩২
  • ২৩০৯

ফাইল ছবিগত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যাননি আর শনাক্ত হয়েছেন ৩০ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৩০ জন এবং শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ৩২৮ জন। বুধবার (২৫ মে ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৬৫ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ২১৫ জন, মোট সুস্থ ১৯ লাখ ১ হাজার ৬০০ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়,গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৬৬০টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৬১৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৯৬ হাজার ২৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তর হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৩৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118647 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 08:49:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group