• হোম > খুলনা > মাগুরায় ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন

মাগুরায় ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন

  • বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১৪:৫২
  • ৪০৭

মাগুরায় ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন
মাগুরায় ২৫ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এ হাসপাতালের উদ্বোধন করেন।

মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামে স্থাপিত হাসপাতালটি সমাজ সেবার অধীনে এলজিইডির মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। যার নির্মাণ ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা।

প্রধান অতিথি শিখর জানান, মাগুরায় ডায়াবেটিক হাসপাতাল না থাকায় মাগুরার রোগীদের পাশের জেলাগুলোতে যেতে হতো। যেটা ডায়াবেটিক রোগীদের জন্য খুবই কষ্টদায়ক ছিল। এখন থেকে মাগুরাসহ পার্শ্ববর্তী জেলার মানুষও এখানে চিকিৎসা নিতে পারবেন।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118667 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 03:02:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group