• হোম > বিনোদন > বিয়ে করলেন সংগীতশিল্পী অর্ক মুখার্জি

বিয়ে করলেন সংগীতশিল্পী অর্ক মুখার্জি

  • বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১৮:১৭
  • ৪৫২

বিয়ে করলেন সংগীতশিল্পী অর্ক মুখার্জি


ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অর্ক মুখার্জি বিয়ে করেছেন। পাত্রী সান্দ্রা বাবিল। গত বুধবার (২৫ মে) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। খবরটি ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন এই গায়ক।

ক্যাপশনে লিখেছেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস’।

তাদের বন্ধু জয়রাজ ভট্টাচার্য নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আমাদের দুই বন্ধু অর্ক আর সান্দ্রা আজ বিয়ে করল। আমি অর্ককে সান্দ্রার সূত্রে চিনিনি, আর সান্দ্রাকে অর্কর সূত্রে নয়। দুজনকেই আলাদা আলাদাভাবে কাজ করতে গিয়েই চিনেছি। তারপর একত্রে কাজ করতে গিয়েও চিনছি।’

তিনি জানিয়েছেন, ‘আমার এক বন্ধু কিছুদিন আগে মারা গেছেন। সান্দ্রা সেই বন্ধুর শাড়িটাই বিয়ের দিন পরেছে।’ ওই শাড়ি নিয়ে অর্ক নিজেও আরেকটি পোস্টে লিখেছেন।

প্রসঙ্গত, বাংলা ও নেপালিসহ বিভিন্ন ভাষায় লোকসংগীত গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন অর্ক মুখার্জি। বাংলাদেশেও তার বেশ জনপ্রিয়তা রয়েছে। ২০ টিরও বেশি ভাষায় গান গাইতে পারা এই সংগীতশিল্পী পাঁচটি ভিন্ন যন্ত্র বাজাতে পারেন। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্লুজ, সোল এবং বিভিন্ন উপজাতীয় সংগীত ফর্মগুলোতে লোকসংগীত গেয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118700 ,   Print Date & Time: Tuesday, 4 November 2025, 01:57:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group