• হোম > বিনোদন > নায়িকা হতে চান পড়শী?

নায়িকা হতে চান পড়শী?

  • বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১৯:৩৫
  • ৪৪৫

জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী

‘ক্ষুদে গানরাজ’খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী নিয়মিত শিল্পী। তাকে গানের পাশাপাশি অভিনয়েও এখন দেখা যাচ্ছে। তবে কি গায়িকা থেকে নায়িকা হচ্ছেন তিনি? এমন প্রশ্ন ভক্তকুলের মনে।

পড়শী সর্বশেষ আরটিভিতে প্রচারিত সাজিন আহমেদ বাবুর ‘মারিয়া ওয়ান পিস’ নাটকে অভিনয় করে মনোযোগ কেড়েছেন।এতে পড়শীর বিপরীতে ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক।এর আগেও অতিথি চরিত্রে ছোট পর্দায় অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে পড়শীর। এছাড়া ‘মেন্টাল’ সিমোয় কণ্ঠশিল্পীর চরিত্রে অভিনয় করেও অনেকের নজর কেড়েছেন তিনি।

এখন থেকে অভিনয়ে নিয়মিত হচ্ছেন কিনা জানতে চাইলে পড়শী বলেন, ‘আমার প্রধান পরিচয় কন্ঠশিল্পী।এর বাইরে অভিনয়, মডেলিং, উপস্থাপনা যা কিছুই করি তা শখে। গানটাকেই গুরুত্বের সঙ্গে দেখছি।’

পড়শী গান নিয়ে ব্যস্ত। চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও গান করছেন। এবারের ঈদের পাঁচটি নাটকে গান গেয়েছেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী।

সূত্র: রাইজিংবিডি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118714 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 01:51:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group