• হোম > ধর্ম > ইমাম সিজদায় থাকলে নামাজে শরিক হবেন যেভাবে

ইমাম সিজদায় থাকলে নামাজে শরিক হবেন যেভাবে

  • বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ২০:০২
  • ৪১০

প্রতীকী ছবি

কোনো কোনো মুসল্লিকে দেখা যায়— তারা জামাতে শরিক হওয়ার সময় যদি ইমাম সাহেবকে সিজদা অবস্থায় পায়, তখন তারা নিজে নিজে রুকু করে ইমামের সঙ্গে সিজদায় গিয়ে শরিক হয়।

এখন জানার বিষয় হলো- তাদের এই পদ্ধতি কি ঠিক? এতে কি কোনো সমস্যা আছে? নাকি তারা দাঁড়ানো থেকে সরাসরি সিজদায় চলে যাবে?

এই প্রশ্নের উত্তর হলো- নামাজের জামাতে শরিক হওয়ার পর ইমামের অনুসরণ করা ওয়াজিব। তাই ইমামকে সিজদায় পেলে— তাকবিরে তাহরিমার পর সরাসরি সিজদায় চলে যাবে, এক্ষেত্রে একাকী রুকু করবে না। একাকী রুকু করার পর এই রাকাতকে গণ্য করলে তার নামাজই হবে না। তাই নিজে নিজে রুকু করবে না; বরং তাকবিরের পর ইমামকে যে অবস্থায় পাবে— ইমামের সাথে শরিক হয়ে যাবে।

হাদিস শরিফে এসেছে, মুআয ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- ‘তোমাদের কেউ যখন নামাযে আসে, তখন ইমামকে যে অবস্থায় পায় সে যেন তাই করে।’ (জামে তিরমিজি, হাদিস : ৫৯১)
তথ্যসূত্র : আল-মুহিতুল বুরহানি : ২/১৩৫; হালবাতুল মুজাল্লি : ২/১২৫; ফাতাওয়া হিন্দিয়া : ১/৯১; শরহুল মুনইয়া, পৃষ্ঠা : ৩০৫; আল-বাহরুর রায়েক : ১/৩১২


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118721 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 07:10:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group