• হোম > জাতীয় | ব্যবসা বাণিজ্য > স্বর্ণের দাম ভরিতে কমলো প্রায় ৩ হাজার

স্বর্ণের দাম ভরিতে কমলো প্রায় ৩ হাজার

  • শুক্রবার, ২৭ মে ২০২২, ০০:০০
  • ৫০৩

প্রতীকী ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৯১৬ টাকা কমেছে। এর আগে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা।

বৃহস্পতিবার (২৬ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শুক্রবার (২৭ মে) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা করা হবে।

পর্যটকে মুখরিত গুলিয়াখালি সি-বিচ, দিন দিন বাড়ছে কর্মসংস্থান পর্যটকে মুখরিত গুলিয়াখালি সি-বিচ, দিন দিন বাড়ছে কর্মসংস্থান

দাম কমার কারণে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৯ হাজার ৫৪৮ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দামও ২ হাজার ৭৯৯ টাকা কমে ৭৫ হাজার ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬৫ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১৯৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ২৩৮ টাকা। তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118728 ,   Print Date & Time: Monday, 7 July 2025, 01:18:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group