• হোম > খুলনা > কাল থেকে আবার চালু হচ্ছে খুলনা-কলকাতা রুটে ট্রেন

কাল থেকে আবার চালু হচ্ছে খুলনা-কলকাতা রুটে ট্রেন

  • শনিবার, ২৮ মে ২০২২, ১৩:৪১
  • ৪৬০

ফাইল ছবি

আগামীকাল রবিবার থেকে পুনরায় চালু হতে যাচ্ছে দেশের দক্ষিণের জেলা খুলনার সাথে কলকাতা রুটে চলাচলকারী একমাত্র ট্রেন মৈত্রী এক্সপ্রেস। ইতিমধ্যে ট্রেনটিকে বরণ করতে বেনাপোল সেজেছে নতুন সাজে। মহামারি করোনার কারণে দীর্ঘদিন খুলনা-কলকাতা রুটে বন্ধ থাকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন।

গত ১৭ এপ্রিল ভারতের ইস্টার্ন রেলওয়ের একটি উচ্চপদস্থ টিম পুনরায় ট্রেনটি চালু করতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বেনাপোল আসেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের পাকশি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মৈত্রী এক্সপ্রেস চালুর তোড়জোড় চলছে গত তিনদিন ধরে। স্টেশনে চলছে পরিষ্কারের কাজ। ২৭ মে বসানো হয়েছে উন্নতমানের ১৪টি সিসি ক্যামেরা।
বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, করোনার কারণে ২০ সালের ১৫ মার্চ মৈত্রী এক্সপ্রেস ট্রেন বন্ধ হয়ে যায়। দু’দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেওয়া সিদ্ধান্ত মোতাবেক সব ঠিকঠাক থাকলে আগামীকাল রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ভারতীয় বগি সমৃদ্ধ মৈত্রী এক্সপ্রেস ট্রেন দীর্ঘদিন পর বেনাপোলের মাটি স্পর্শ করবে।

ট্রেনটি কাস্টমস এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল ছেড়ে খুলনার উদ্দেশে রওনা দেবে ১০টা ৪৫ মিনিটে। ফিরতি ট্রেন খুলনা ছেড়ে বেনাপোল পৌঁছাবে ৩টা ১৫ মিনিটে। বেনাপোল ইমিগ্রেশন এবং কাস্টমসের আনুষ্ঠানিকতা সেরে ভারতের উদ্দেশে রওনা দেবে ৪টা ১৫ মিনিটে। তবে দীর্ঘ বিরতির পর ভারত ছেড়ে আসা ফিরতি ট্রেনটি কতজন যাত্রী নিয়ে বাংলাদেশে আসবে, তা জানাতে পারেনি স্টেশন মাস্টার।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118780 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 11:14:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group