• হোম > গণমাধ্যম | জাতীয় > বুদ্ধিজীবী কবরস্থানে আবদুল গাফফার চৌধুরীর দাফন সম্পন্ন

বুদ্ধিজীবী কবরস্থানে আবদুল গাফফার চৌধুরীর দাফন সম্পন্ন

  • শনিবার, ২৮ মে ২০২২, ১৮:২১
  • ২৪১২

বুদ্ধিজীবী কবরস্থানে আবদুল গাফফার চৌধুরীর দাফন সম্পন্ন

একুশের গানের রচয়িতা দেশবরেণ্য সাংবাদিক, কলাম লেখক ও গীতিকার আবদুল গাফফার চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ মে) বিকেল সাড়ে ৫ টায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর কবরের পাশে দাফন করা হয়।

গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে আবদুল গাফফার চৌধুরীর মৃত্যু হয়।

২০ মে তার প্রথম জানাজা ইংল্যান্ডের ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হয়। এছাড়া সেখানকার আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান।

বাংলাদেশ হাইকমিশন লন্ডনের তত্ত্বাবধানে শনিবার (২৮ মে) সকাল ১১টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি।

বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবে শেষ জানাজার পর মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।

সূত্র: বাংলানিউজ২৪


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118840 ,   Print Date & Time: Sunday, 7 December 2025, 11:36:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group