• হোম > বিনোদন > ব্যর্থতাকে সাফল্যের মতো প্রাধান্য দিয়েছি: শাকিব খান

ব্যর্থতাকে সাফল্যের মতো প্রাধান্য দিয়েছি: শাকিব খান

  • শনিবার, ২৮ মে ২০২২, ১৮:২৬
  • ৪২০

---

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান দীর্ঘ প্রায় দুই যুগ ধরে অভিনয় করে যাচ্ছেন। নায়ক হিসেবে তার প্রথম সিনেমা ছিল ‘অনন্ত ভালোবাসা’, এটি মুক্তি পায় ১৯৯৯ সালের ২৮ মে।

সোমবার (২৮ মে) চিত্রনায়ক হিসেবে ক্যারিয়ারে ২৩ বছর পূর্ণ করেছেন তিনি। দীর্ঘ এই চলচ্চিত্র যাত্রা নিয়ে ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন অভিনেতা।

শাকিব খান তার ফেসবুক পেজে লেখেন, ‘শুরুতে জানতাম না আমার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে। প্রথমদিকে আমার অভিনীত চলচ্চিত্রগুলোও খুব বেশি সাফল্য পায়নি, তারপরও হাল ছাড়িনি। ভুল থেকে শিক্ষা নিয়েছি, ব্যর্থতাকে সাফল্যের মতো প্রাধান্য দিয়েছি। ’

তিনি আরো লেখেন, ‘আমি সবসময় কঠোর পরিশ্রম, কাজের প্রতি আন্তরিকতা ও সততায় বিশ্বাসী। হয়তো এ কারণেই আজ এই অবস্থানে পৌঁছেছি। আমি আনন্দিত এই ভেবে যে, আমার কাজের মাধ্যমে মানুষকে বিনোদিত করতে পেরেছি এবং তাদের খুশি করতে পেরেছি। ’

সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘অভিনয় জীবনে আজ পর্যন্ত যেসব পরিচালক, প্রযোজক, সহশিল্পী এবং ক্যামেরার পেছনে থাকা কলাকুশলীর সঙ্গে কাজ করেছি সবাইকে ধন্যবাদ। আমার ২৩ বছরের ক্যারিয়ারে তাদের অবদান অসামান্য! বিশেষভাবে আমি আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ; যারা আমার সকল শক্তি ও অনুপ্রেরণার উৎস, তারা আমাকে এতোগুলো বছর ভালোবাসা এবং সম্মান দিয়ে যাচ্ছে। আমার পরিবারের কাছেও কৃতজ্ঞ, তাদের চিরস্থায়ী সমর্থনের জন্য। সবার জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা। ’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118842 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 08:57:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group