• হোম > ময়মনসিংহ > জামালপুরে সৃষ্টি হিউম্যান রাইটস’র ‘ফ্রি স্কুল’ চালু

জামালপুরে সৃষ্টি হিউম্যান রাইটস’র ‘ফ্রি স্কুল’ চালু

  • শনিবার, ২৮ মে ২০২২, ১৮:৫৪
  • ৭৩৯

জামালপুরে সৃষ্টি হিউম্যান রাইটস’র ‘ফ্রি স্কুল’ চালু

জামালপুরে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল চালু করলো মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি (এসএইচআরএস)।

শনিবার সকালে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপাড়ায় সংস্থার সহকারী পরিচালক নাঈম ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘আলোর মিছিল’ স্কুল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এ সময় সংস্থার শেরপুর জেলা শাখার সভাপতি আলমগীর আল আমিন ও ‘আজকের পত্রিকা’র দেওয়ানগঞ্জ প্রতিনিধি মহসিন রেজা রুমেল উপস্থিত ছিলেন।

সংস্থার সদস্য কিশোর কুমার দেব’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংগঠক আনন্দ কুমার দাস, দীপালি চন্দ দাস, সঞ্জিতা চন্দ দাস, রিনা রানী দাস, মায়া রানী দেব প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে নাঈম ইসলাম বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিনামূল্যে শিক্ষাব্যবস্থা ‘আলোর মিছিল’ নামক স্কুল কার্যক্রম শুরু করে সংস্থাটি। আমরা শহর ও গ্রামের স্কুল থেকে ঝড়ে পড়া ও সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করতে চাই। এজন্য আমরা সকলের সহযোগিতা চাই।

এ সময় শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম ও শুকনা খাবর বিস্কুট বিতরণ করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118846 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 01:44:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group