• হোম > শিক্ষাঙ্গন > ঢাবিতে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থী নিহত

ঢাবিতে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থী নিহত

  • রবিবার, ২৯ মে ২০২২, ১৬:৪৭
  • ৪২৩

পলাশ আহমেদ। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহিম।

পানিতে ডুবে মারা যাওয়া পলাশ আহমেদ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি জামালপুর।

শিক্ষার্থীরা জানান, হলের আবাসিক শিক্ষার্থী পলাশ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হলের পুকুরে গোসল করতে নামেন। পানিতে ডুবে যাওয়ার ২৫ মিনিট পর খবর পেয়ে তার বন্ধু ও হলের শিক্ষার্থীরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে লাইফসাপোর্টে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহতের বন্ধু সাইফুল ইসলাম বলেন, আমরা সবাই মিলে পুকুরে গোসল করছিলাম। এ সময় পলাশ হঠাৎ পানিতে তলিয়ে যান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর আড়াইটায় সেখানে তার মৃত্যু হয়।

সূত্র: যুগান্তর

পলাশ ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ৩০১৪ নম্বর রুমে থাকতেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118876 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 09:17:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group