• হোম > শিক্ষাঙ্গন > রাবির ২ শিক্ষককে বহিষ্কার, একজনের পদোন্নতি স্থগিত

রাবির ২ শিক্ষককে বহিষ্কার, একজনের পদোন্নতি স্থগিত

  • সোমবার, ৩০ মে ২০২২, ১৩:২৯
  • ৪৬০

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুইজন শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার ও একজন শিক্ষকের পদোন্নতি আগামী চার বছরের জন্য স্থগিত করেছে প্রশাসন। রোববার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের ৫১৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমনার (৩০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা জেসমিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সালমা খাতুনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে সহকারী অধ্যাপক উম্মে হাবিবার বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত ও অনুমতি না নিয়েই ছুটিতে থাকা এবং ছাড়পত্র না নিয়ে বিদেশে অবস্থানের অভিযোগ আনা হয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। প্রতিবেদন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সব নীতিমালা অনুসরণ করে তাকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

সাদিকুল ইসলাম সাগর আরও জানান, অধ্যাপক সালমা খাতুনের বিরুদ্ধে সুপারভাইজার ও ডাক্তারের স্বাক্ষর জালিয়াতি করে হাইকোর্ট থেকে মাতৃত্বকালীন ছুটি কাটানোর অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার পর অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়৷

এ ছাড়া ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর পদোন্নতি আগামী চার বছরের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র: রাইজিংবিডি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118913 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 05:30:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group