• হোম > রংপুর > গাইবান্ধায় পকেটে হেরোইন রাখায় আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধায় পকেটে হেরোইন রাখায় আমৃত্যু কারাদণ্ড

  • সোমবার, ৩০ মে ২০২২, ১৫:৫০
  • ৪১৯

দণ্ডপ্রাপ্ত আসামি ঠাণ্ডা মিয়া
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শার্টের পকেটে ১০০ গ্রাম হেরোইন রাখার অপরাধে ঠাণ্ডা মিয়া (৪০) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ আদেশ দেন।

রাষ্টপক্ষের আইনজীবী অ্যাড. ফারুক আহম্মেদ প্রিন্স রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঠাণ্ডা মিয়াকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার এ রায় দেন বিচারক।

দণ্ডপ্রাপ্ত ঠাণ্ডা মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজী শাহাপুর গ্রামের মনতাজ আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৪ অক্টোবর ঠাণ্ডা মিয়ার বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় তার দেহ তল্লাশি করে শার্টের পকেটে রাখা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম হিরোইন পাওয়ায় তাকে আটক করা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে ঠাণ্ডা মিয়ার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার তদন্ত শেষে তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118921 ,   Print Date & Time: Friday, 4 July 2025, 02:37:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group