• হোম > খুলনা > যশোরে পুকুরে গোসল করতে নেমে ৩ শিশু নিহত

যশোরে পুকুরে গোসল করতে নেমে ৩ শিশু নিহত

  • সোমবার, ৩০ মে ২০২২, ১৮:৩৯
  • ৪২৯

প্রতীকী ছবি
যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) দুপুর ১টার দিকে উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ওই এলাকার হারুন মোল্যার মেয়ে তমা (৮), কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৮) ও সাঈদ মোল্যার ছেলে হোসাইন।

বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমান সরদার বলেন, দুপুরে ওই এলাকার চার শিশু পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় তাদের মধ্যে তিনজন পুকুরে ডুবে যায়। আরেক শিশু দৌড়ে বাড়ি ফিরে জানায় যে অন্যরা পুকুরে ডুবে গেছে। তখন স্থানীয় ব্যক্তিরা পুকুরে নেমে তিন শিশুকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আল আমিন বলেন, হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, পুকুরটি ছিল গভীর। শিশুরা সাঁতার না জানার কারণে সেখানে ডুবে তাদের মৃত্যু হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118941 ,   Print Date & Time: Saturday, 20 December 2025, 08:34:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group