• হোম > জাতীয় | স্বাস্থ্যকথা > ৪ জুন থেকে শুরু করোনার বুস্টার ডোজ সপ্তাহ

৪ জুন থেকে শুরু করোনার বুস্টার ডোজ সপ্তাহ

  • মঙ্গলবার, ৩১ মে ২০২২, ১২:২৬
  • ৪৪৯

ফাইল ছবি

করোনা প্রতিরোধে আগামী ৪ জুন থেকে ১০ জুন করোনার বুস্টার ডোজ সপ্তাহ শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজের একটি পোস্টের মাধ্যমে এতথ্য জানানো হয়।

বলা হয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ ও বুস্টার ডোজ করোনার টিকা গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। এই সাত দিনের যেকোনো দিন আপনার নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে তৃতীয় ডোজ নেওয়া যাবে।

অধিদপ্তর আরও জানায়, সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। ভ্যাকসিন নিতে অবশ্যই টিকা কার্ড সঙ্গে আনতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি টিকার স্বাভাবিক কার্যক্রমও চালু থাকবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118966 ,   Print Date & Time: Wednesday, 16 July 2025, 02:47:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group